• রাজনীতি

‎‘জুলাই যোদ্ধা’ না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসাধীন না থাকায় সেখানে যাওয়ার নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

‎বিএনপি মিডিয়া সেল জানায়, পঙ্গু হাসপাতালে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি চিকিৎসাধীন না থাকায় তারেক রহমানের এই কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

‎এদিকে, আজ বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

‎তারেক রহমান আজ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

‎বিএনপির মিডিয়া উইং সূত্রে আরও জানা গেছে, নির্বাচন কমিশনের কাজ শেষে বিকেলে শ্বশুর বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে যাবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

‎দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য (০)





  • company_logo