• বিনোদন

বিয়ের আগে সানাকে যে সম্বোধন করতেন মুফতি আনাস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডে যখন সানা খানের নিজের জায়গা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক ওই সময়েই ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন সাবেক অভিনেত্রী। চলচ্চিত্র জগতকে বিদায় জানালেন তিনি।

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এই প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সেই সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।

 সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে চলেন। ধর্মই তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ, তারকাসুলভ বিলাসিতা ছেড়ে সাদামাঠা জীবনযাপন-এসবই নাকি গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে।

সানা আরও জানান, তিনি তখন আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। সেই সময় একেবারেই বুঝতে পারেননি, এই ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন।

এ বিষয়ে আনাস সাইদের ভাষ্য, সানার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় পরিবারের প্রতি তার মমত্ববোধ দেখে। বাবা-মায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসারের দেখভাল-সবকিছুই সানা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। তখনই তিনি বুঝে যান, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, তিনিই ভবিষ্যতে তার স্ত্রী হতে চলেছেন।

ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এই ব্যতিক্রমী সম্পর্ক-যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

মন্তব্য (০)





image

নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করলেন গোবিন্দপত্নী সুনীতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজা দম্পতির ...

image

হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ

বিনোদন ডেস্ক : একসময় বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র ও অভিনেত্রী মমতাজ জুটি এক...

image

দেবের আগামী সিনেমার খবর ফাঁস, এবার কোন রূপে ফিরছেন অভিনেতা

বিনোদন ডেস্ক : একের পর এক খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেতা দীপক অধিকা...

image

শব্দের কারসাজিতে ভাগ্য বদলে যায়: অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ...

image

‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ’

বিনোদন ডেস্ক : রুকাইয়া জাহান চমক বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ। অভিনয় আ...

  • company_logo