• লিড নিউজ
  • জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার এম্বুলেন্সের উড্ডয়ন করে। সিঙ্গাপুর পৌঁছাতে সময় আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

‎হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে সার্বিক ব্যবস্থাপনা ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। আহত ওসমান হাদির সঙ্গে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক সিঙ্গাপুর যাচ্ছেন না। হাদির সঙ্গে যাচ্ছেন তার দুই ভাই।

‎ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডাক্তার আবদুল আহাদ হাদির স্বাস্থ্যের সবশেষ অবস্থান তুলে ধরে বলেন, ‘হাদির সর্বশেষ ব্লাড প্রেশার ছিলো ১০০/৬০। তার চিকিৎসা দেশেই হতে পারতো। তবে অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় বিদেশে নেয়া হলো। ওসমান হাদি এখনো জিসিএস-৩ লেভেলেই আছেন। তবে চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার মতো পরিস্থিতি ছিলো।’

‎ডাক্তার আবদুল আহাদ আরও জানান, গতরাতে হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা যা ছিলো, এখনো তাই আছে। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক হাদির সাথে যায়নি। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকই সঙ্গে যাচ্ছেন।

‎এর আগে, গতকাল রোববার (১৪ ডিসেম্বর) ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ঘোষণা দেয় অর্ন্তবর্তী সরকার। চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয় ড. ইউনূসের প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে।

‎হাদির চিকিৎসা ব্যয়ের বিষয়ে আজও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজন অনুযায়ী যাবতীয় খরচ সরকার বহন করবে।

‎এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘হাদির ব্যাপারে কালকে আমাদের যখন ম্যাসেজ দিলো তখন আমরা বলেছি, টাকা পয়সা কোনো ব্যাপার না, আমরা দেবো।’

‎গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মন্তব্য (০)





image

এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে নতুন নীতিমালা

নিউজ ডেস্ক : রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য (এমপি) প...

image

আইজিপি বাহারুল আলমের অপসারণ চেয়ে রিট খারিজ

নিউজ ডেস্ক : বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতি...

image

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

নিউজ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন ইনকিলাব মঞ...

image

হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুল...

image

স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত‍্যাগের দাবি ডাক...

নিউজ ডেস্কঃ আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে ইনকিলাব মঞ্চের মুখপাত...

  • company_logo