• সমগ্র বাংলা

নওগাঁর পুলিশ নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ: এসপি তারিকুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যোগদান করা নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিত ভাবে জেলার বিভিন্ন উপজেলার থানা পরিদর্শন করছেন। পরিদর্শনের সময় তিনি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে কুশল বিনিময় করছেন। শুনছেন সাধারণ মানুষদের নানা সমস্যার কথা।

থানায় গিয়ে হয়রানীমুক্ত পুলিশি সেবা গ্রহণ করতে তিনি মানুষদের উদ্বুদ্ধ করছেন। পুলিশ প্রতিটি মানুষের একজন পরম বন্ধু সেই বিষয়ে পুলিশ ও সেবা গ্রহিতাদের মাঝে এক মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি নিরাপদ নওগাঁ বিনির্মাণের লক্ষ্যে শুরু করা পুলিশের কিছু ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে সুনাম কুড়ানো শুরু করেছেন।

সম্প্রতি পুলিশ সুপার জেলার বদলগাছি থানা পরিদর্শন করেছেন। সেই পরিদর্শন নিয়ে পুলিশ সুপার তার অফিসিয়াল ফেসবুকে বদলগাছি উপজেলা নিয়ে একটি তথ্যবহুল লেখা পোস্ট করেন। লেখাটি হচ্ছে “বদলগাছী” নওগাঁ জেলার একটি প্রাচীন জনপদ এবং পুলিশ থানা।  এর আয়তন ২১৩.৯৮বর্গ কিঃমিঃ। জেলার অর্ন্তগত বদলগাছী উপজেলাটি জেলা সদর থেকে ১৫.০০ কিঃমিঃ উত্তরে অবস্থিত। কথিত আছে যে মুদ্রা বিনিময় ব্যবস্থার পূর্বে যখন দ্রব্য সামগ্রী বিনিময় হতো সেটা নওগাঁ জেলার এই স্থানে বিনিময় হতো।  দ্রব্য বদল-বদলীর উপর্যুক্ত স্থান হিসেবে কালক্রমে এ স্থানের নাম হয়েছে বদলগাছি। ২৩৭টি গ্রামের সমন্বয়ে গঠিত এই উপজেলায় সোয়া দুই লক্ষ জনগণের বসবাস। বদলগাছী উপজেলা বরেন্দ্র অঞ্চল, তিস্তা পলল ও নিম্ন অঞ্চল বেমিন প্রকৃতি অঞ্চলের অর্ন্তগত সমতল ভূমি দ্বারা গঠিত। এখানে বহুকাল ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চমৎকার বন্ধন অটুট আছে।

বদলগাছী থানার ইতিহাস বেশ প্রাচীন, যা ব্রিটিশ আমলের শুরুর দিকে, ১৮০৭ সালের দিকে একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৎকালীন দিনাজপুর ও পরে বগুড়া জেলার অংশ ছিল। ১৮৯৭ সালে এটি বৃহত্তর রাজশাহী জেলার অধীনে আসে। ১৯৮৩ সালে এটি উপজেলায় উন্নীত হয় এবং বর্তমানে নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

বদলগাছী থানা বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করছে এবং এর ইতিহাস ব্রিটিশ আমল থেকেই বিস্তৃত। মূলত পুলিশের থানাকে কেন্দ্র করে এই উপজেলা গড়ে উঠেছে যদিও এখন সেই পুরাতন থানা ভবনের চিহ্ন খুব একটা নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক ইউনিট পুলিশের থানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

বদলগাছী থানার অপরাধ বিচিত্রার মধ্যে সাম্প্রতিককালে চুরির ঘটনা, গণপিটুনিতে ডাকাত সদস্যের মৃত্যু, ককটেল বিস্ফোরণ, অপহরণ এবং সরকারি জায়গায় গাছ কাটার মতো অপরাধ ও আইন প্রয়োগের ঘটনাগুলো উল্লেখযোগ্য। তবে এখানে শীতের সময়  ট্রেডিশনাল গরু চুরির ঘটনা প্রচুর হয়।
 
পুলিশ সুপার হিসেবে বদলগাছি থানা পরিদর্শন করলাম। থানা দেখার পর বদলগাছীর প্রাচীন হাটে  গেলাম। হাটে সাধারণ মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের এবং বিক্রেতাদের সাথে থানা এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করলাম। বেশ কিছু লোকজন পুলিশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করল, শুনে ভালো লাগলো। হাটের পাশে রয়েছে ঐতিহ্যবাহী বদলগাছি পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললাম। বিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকায় ছাত্রছাত্রীদের সাথে কথা বলা সম্ভব হলো না। বদলগাছি থানার জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানে পুলিশকে তৎপরতা বৃদ্ধি নির্দেশনা দিলাম। নওগাঁ জেলা পুলিশ ঐতিহ্যবাহী বদলগাছি থানার সর্বসাধারণের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য (০)





image

ঘোষ্পা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে রোমাঞ্চকর...

কুমিল্লা প্রতিনিধি : উচ্ছ্বাস, আবেগ আর বহু প্রতীক্ষিত সাফল্যের জোয়ারে ভাসল ঘো...

image

বেঁচে নেই শিশু সাজিদ

নিউজ ডেস্ক : রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ...

image

গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত

গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর ...

image

সরিষাবাড়িতে চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসর...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গ...

image

লালমনিরহাটে বিজিবির অভিযানে স্বর্ণকাতান শাড়ি জব্দ

লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে চোরাচালানবিরোধী অভ...

  • company_logo