• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা–দীপালি মেধাবৃত্তি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘ছালেমা–দীপালি মেধাবৃত্তি–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকালে নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। ব্যক্তিগত উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তির সুযোগ জানতে পারলে শিক্ষার্থীরা সহজেই আবেদন করে উপকৃত হতে পারে। মেধার যথাযথ মূল্যায়ন প্রতিযোগিতা সৃষ্টি করে, যা দক্ষ জনশক্তি গঠনে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী রোমা।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)-এর উদ্যোগ ও অর্থায়নে প্রবর্তিত এই মেধাবৃত্তি এবারই প্রথম চালু হলো। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ¯œাতক সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী প্রতি বছর ১০ হাজার টাকা ও সনদ পাবেন। ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্যামলী জাহান মুক্তা প্রথম স্থান অর্জন করায় এ বছর তাঁকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান শেষে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ের তালিকাভুক্ত শিল্পী এবং বিভাগের শিক্ষার্থী আরমিন জামানের একক সুরসংবেদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কর...

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস...

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদ...

image

কোন শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন ছুটি পাচ্ছে?

নিউজ ডেস্ক : শীতকালীন অবকাশসহ কয়েকটি ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে যাবে দেশের...

image

মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হচ্ছে না: ...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান ...

image

শিক্ষাভবন মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক : প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতি...

  • company_logo