• লিড নিউজ
  • জাতীয়

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী বছরে সরকারি অফিসের সেই হয়রানি কমে আসবে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান। 

আশিক চৌধুরী বলেন, ‘দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।’

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান। এতে কৃষি জমি রক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। সাতদিনের এই মেলায় অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ। এত বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে তাদের পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল। 

আলোচকরা আরও বলেন, এসএমইখাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে। 

এ সময়, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস করতে হয় উল্লেখ করে, এসএমই খাতের জন্য এই প্রক্রিয়া সহনীয় করার দাবি জানানো হয়। 

 

মন্তব্য (০)





image

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

নিউজ ডেস্ক : বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পাল...

image

ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি: প্রধান...

নিউজ ডেস্ক : আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের ...

image

মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম

নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেল...

image

চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে...

image

ভোটের দিন সাধারণ ছুটি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে বলে জান...

  • company_logo