• আন্তর্জাতিক

শরণার্থী-আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কর্মসংস্থান অনুমতিপত্র বা ইএডির মেয়াদ কমিয়ে দিয়েছে। আগে এই নথির মেয়াদ ছিল পাঁচ বছর; এখন থেকে তা দেড় বছর বা ১৮ মাস পরপর নবায়ন করতে হবে।

ইএডি মূলত ‘ওয়ার্ক পারমিট’ নামে পরিচিত একটি সরকারি কাগজপত্র। আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা পাঁচ বছর অন্তর এটি নবায়ন করতেন। নতুন নিয়ম অনুযায়ী এখন তাদের প্রতি ১৮ মাসে নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিষয়টি গত বৃহস্পতিবার এক ঘোষণা দিয়ে নিশ্চিত করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইউএসসিআইএস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরণার্থী, আশ্রয়প্রার্থীর পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ মোট ১৯টি বিভাগের বিদেশিদের ক্ষেত্রে এই পরিবর্তিত নিয়ম কার্যকর হবে।

২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি অবৈধ অভিবাসন ও অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সে বিষয়ে নির্বাহী আদেশে সই করেন, যার পরই দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

বৈধ অভিবাসনেও কঠোরতা আনতে ট্রাম্প প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এইচ–১বি ভিসার ফি বাড়ানো। একসময় এই ফি ছিল ১,৫০০ ডলার; ট্রাম্প প্রশাসন সেটি বাড়িয়ে করেছে ১ লাখ ডলার। এই ভিসার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশি বিশেষজ্ঞ, গবেষক ও তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের নিয়োগ করে থাকে।

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে দেয়। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, কিউবা, ইরান, লিবিয়া, ইয়েমেনসহ আরও বেশ কয়েকটি দেশ।

এ ছাড়া বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

মন্তব্য (০)





  • company_logo