ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নীলটুলি এলাকায় (জনতার মোড় সংলগ্ন) একটি বহুতল বাণিজ্যিক ভবন পাশের নির্মাণাধীন ভবনের গর্তে ধসে পড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (আজ) দুপুরে ‘বেস্ট বাই’ নামের ওই শোরুম ও ভবনটি বিকট শব্দে হেলে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ভবনটি পাশের একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তের দিকে ধসে পড়ে। এ সময় স্থানীয় স্বর্ণকার পট্টি ও আশেপাশের দোকানপাট এবং পথচারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে ভবনটি আরও কিছুটা ধসে একদিকে হেলে গিয়ে স্থির হয়। এতে ভবনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে নির্মাণাধীন ভবনের গর্তে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ভবন সংলগ্ন মুজিব সড়কে যানবাহন ও সাধারণ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলের দুই পাশে অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কর্মীরা পথচারীদের নিরাপদ দূরত্বে রাখতে কাজ করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের নির্মাণাধীন ভবনের অপরিকল্পিত পাইলিং বা মাটি খোঁড়ার কারণে এই বহুতল ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত নির্মাণাধীন ভবনের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
ধসে পড়া ভবনের মালিকপক্ষ দাবি করেছেন, ভবন এবং ভেতরে থাকা পণ্যসামগ্রী মিলিয়ে তাদের প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে হেলে পড়ার সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী রমনা ঘাট এলাকা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এসিড দমন আইনের একটি মামলাকে...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় অ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নবাগত পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান...

মন্তব্য (০)