• রাজনীতি

খালেদা জিয়া কোনো দলের নয়, সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী।

সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটের হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন এই জামায়াত নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

এসময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন।তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আমরা (যেন) আগামীতে আরও অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশেকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি।

এদিকে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে জামায়াতের নবনিযুক্ত নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আলাদা বিবৃতিতে বলেন, অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে তাকে (খালেদা জিয়াকে) বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।

ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে—তিনি (খালেদা জিয়া) জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি।

 

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়া...

image

‎খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: আহমেদ আযম খান ‎

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তিকৃত বিএনপি চেয়...

image

‎‘অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

image

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘...

নিউজ ডেস্কঃ বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবে...

image

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, নতুন মেডিকেল ...

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ...

  • company_logo