মানিকগঞ্জ প্রতিনিধি : মহান আল্লাহকে নিয়ে পালা গানের আসরে কটূক্তি করে বর্তমানে কারাগারে রয়েছে বাউল শিল্লী আবুল সরকার। আবুল সরকারের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামে। চর তিল্লীর এ গ্রামের বাড়িতে প্রতিবছর বিশাল করে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠিত হয় ওরস। যাতে সমাগম ঘটে লাখো মানুষের। ওরসে হয় বাউল গান, সেখানে দেশের সেরা সেরা বড় বড় বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। আবুল সরকার ওরস ছাড়াও মাঝে মাঝে এ গ্রামের বাড়িতে আসতেন। তাছাড়া তিনি বেশির ভাগ সময় থাকেন তার ঢাকার মিরপুরের বাসায়। বর্তমানে গ্রামের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিকে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মেয়ে ইনিমা রোশনি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে ইনিমা লিখেছে, আপনারা সবাই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি। যারা এই দুঃসময়কে আরও দুর্বিষহ করে তুলছেন, তাদের কাছে কিছুই বলার নাই। শুধু চাই কারও জীবনে যেন এই রকম দুঃসময় না আসে।
স্ট্যাটাসে সে লেখে, পরিবারের সবাইকে নিয়ে সবসময়ই জীবন ঝুঁকির ভেতর দিয়ে চলতে হচ্ছে। কারা কখন এসে আমাদের ঘর ভাঙে, পরিবারের কারো ওপর আঘাত হানে, এই চিন্তা মাথায় নিয়ে থাকতে হচ্ছে প্রতিদিন। অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে, সামলানো কঠিন হয়ে পড়ছে।
অসহায় মুহূর্তে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইনিমা আরও লেখে, যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে এসেছেন, তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। যে বাউল ভাইয়েরা আজ আহত হয়েছেন, তারা আসলে আমাদের পরিবারই। আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের জন্যই দাঁড়িয়ে থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা নিরাপদ থাকি, সুস্থ থাকি।
মহান আল্লাহকে নিয়ে পালা গানের আসরে কটূক্তি করার এ বিষয়টি নিয়ে আবুল সরকারের গ্রামের বাড়ি চর তিল্লীর মানুষজন বির্বত ও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে আবুল সরকারের ওই কটূক্তির ঘটনায় তার গ্রামের ধর্মপ্রাণ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং অন্য ধর্মের মানুষজন ও কষ্ট পেয়েছে। কি কারনে তিনি পালা গানের আসরে এ ধরনের বক্তব্য দিলেন তার প্রশ্ন এখন জনে জনে, চায়ের দোকান থেকে পাড়া মহল্লা সর্বত্র বিষয়টি নিয়ে চলছে কথা। আবার বিষয়টি ভাইরাল হওয়ার পর মানুষের মাঝে জনরোষ সৃষ্টি হওয়ার আগেই এই বাউল শিল্পীকে পুলিশ গ্রেফতার করায় তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মতামত ব্যক্ত করে দাবি করেছেন সঠিক তদন্তের।
জানা গেছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় খালা পাগলির মেলার এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলেন। পরবর্তিতে আবুল সরকারের এ কটূক্তির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরলে তা ব্যাপক ভাইরাল হয় ও তীব্র সমালোচনা শুরু হয় ও তাকে গ্রেফতারের দাবি উঠে। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আবুল সরকারের শাস্তির দাবিতে গত রবিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদী জনতা নামে ব্যানারে হাজারো মানুষ ও আলেম সমাজ। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে বেশ কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করলে তৌহিদী জনতার মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজন মানববন্ধনে আসা বাউল শিল্পীদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনজন ভক্ত আহত হয়। অপরদিকে মারপিটের সময় তৌহিদী জনতার একজন আহত হয়। বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় সোমবার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সরেজমিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামে গিয়ে কথা হয় আবুল সরকারের বাড়ির আশেপাশের কয়েকজনের সাথে তারা এ বিষয়ে বির্বত ও গ্রামের মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
চর তিল্লী গ্রামের তৈয়ব জান (৬০) বলেন, এমনিতে আবুল সরকার ভাল লোক ছিল, ধর্মকর্ম করতো। গানেতো কতো কথাই আছে। চতুল ফেলেই পইরা গেছি, আল্লাহ। কই থিকা যে কি হয়ে গেল।
চর তিল্লী গ্রামের গোপাল শেখ বলেন, ইউটিউব এ আমরা দেখেছি আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি মূলক কথা বলেছে। তিনি অনেক দিন ধরে গান বাজনা করে। হটাৎ কেন এ কথা বলে বিতর্ক তৈরি করলেন তা বুজে উঠতে পারছেন না তারা।
স্থানীয় ঠান্ডু মিয়া (৪৫) বলেন, দেখা যায় অন্য বাউল শিল্পীরা একাধিক বিয়ে করে আবুল সরকার তাও করেন নি। অন্য দিকেও ভাল ছিল। এলাকার মসজিদ মাদ্রাসায় দানও করে সে। গানের মাধ্যমে এখন কি কারনে কি কথা বললো তা বলতে পারবো না, আমরা মোবাইলে দেখছি।
চর তিল্লী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক বাউল আবুল সরকারের আল্লাহকে নিয়ে কটূক্তি ভিডিও তিনি দেখেছেন বলে জানিয়ে বলেন, আল্লাহকে নিয়ে মারাত্নক কথা বলেছেন তিনি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা সে সৃষ্টিকর্তার ব্যাপারে এ ধরনের কথা বলতে পারে না। অন্য ধর্মের লোকেরাও এ ধরনের কথা মেনে নিতে পারবে না।
আবুল সরকারের চাচাতো ভাই রিপন জানায়, তার আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলা ভূল হয়েছে। পালাগানে জেতার জন্য শিল্পীরা অনেক সময় অনেক কিছু বলে। তার পরেও পরম ও জীবের সাথে কোন পালা চলে না। পরম হচ্ছে আল্লাহ আর জীব হচ্ছে মানুষ। আল্লাহর সাথে তো কোন ব্যক্তির পালা চলে না। গান গাওয়ার সময় বেশি কথা বলতে গিয়ে এ কথা বলে ফেলেছে।
আবুল সরকারের চর তিল্লীর গ্রামের বাড়ির নিরাপত্তার দ্বায়িত্বে থাকা এসআই সুবত্র কুমার বিশ্বাস বলেন, সোমবার রাত থেকে তাকেসহ ১৬ জন এপিবিএন সদস্য আবুল সরকারের চরতিল্লীর গ্রামের বাড়ির নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও স্থানীয় থানার পুলিশ সতর্ক অবস্থানে থেকে টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষনে রেখেছে।
মন্তব্য (০)