• লিড নিউজ
  • জাতীয়

‎স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে পর্যবেক্ষকদের নিরপেক্ষ ভূমিকার আহ্বান সিইসির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশিয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎তিনি বলেন, ‘পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে পেতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ পর্যবেক্ষকদের দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎সিইসি আরও বলেন, ‘অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। আর এ জন্য সবার সহযোগিতা লাগবে।’

‎তিনি পর্যবেক্ষকদের চোখে নির্বাচনের ভুল-ত্রুটি দেখতে চাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক সংশ্লিষ্ট কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। পর্যবেক্ষকরা যেন নির্বাচনি প্রচারণায় অংশ না নেন, সেদিকে খেয়াল রাখতে হবে।’ পর্যবেক্ষকদের আচরণবিধি মেনে কাজ করারও নির্দেশ দেন তিনি।

‎নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তা আমরা আর সৃষ্টি করতে চাই না। দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে আগামীটা।’ তিনি আরও সতর্ক করে বলেন, ‘যারা নির্বাচনের স্বচ্ছতায় ব্যত্যয় ঘটাবে, তাদের কোনো ছাড় দেবে না কমিশন।’

‎তিনি জানান, পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যে এলাকার ভোটার, সেই এলাকায় কেউ পর্যবেক্ষণ করতে পারবেন না। শিডিউল ঘোষণার ১০ দিনের মধ্যেই পর্যবেক্ষকদের তালিকা জমা দিতে হবে। ব্যক্তিগত উদ্যোগে কেউ ফ্রিল্যান্সার পর্যবেক্ষক হতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক ও পর্যবেক্ষকদেরও প্রটোকল মেনে ভোটকেন্দ্রে প্রবেশের নির্দেশ দেয়া হয়।

মন্তব্য (০)





image

‎শুমারি থেকে বাদ পড়েছে ৩ লাখ ৬৫ হাজার আর্থিক প্রতিষ্ঠান: ...

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক শুমারির গণনা থেকে বাদ পড়েছে ৩ লাখ ৬৫ হ...

image

রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নয়: সিইসি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতি ...

image

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিউজ ডেস্কঃ উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেয়...

image

‎ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি ...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্ব...

image

টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ও জীববৈচিত্র্য উন্নয়নে ৪৪ কোটি ট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহৎ জলাভূমি সুনামগঞ্জ...

  • company_logo