• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে: অর্থ উপেদষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অর্থ উপেদষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে। অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এর স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।

‎রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‎তিনি বলেন, মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে। তাই যারা কিছুই হয়নি বলছেন তারা ঠিক বলছেন না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এ সময় আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

‎এদিকে, অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করে। এতে টিভি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন অ্যাওয়ার্ড পেয়েছেন।

মন্তব্য (০)





  • company_logo