• রাজনীতি

‎সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে: তাহের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে।

‎আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎তাহের বলেন, ‘আমরা ভেবেছিলাম, তিনি (প্রধান উপদেষ্টা) কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণ ও দেশের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সরকার কমিশনের সুপারিশকে গ্রহণ না করে, সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে, একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে; জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থে, অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ ও দেশবাসী অনেক হতাশ হয়েছেন।’

‎এসময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ‘সরকারের আচরণ আমাদের এমনটা বিশ্বাস করতে বাধ্য করছে, এই সরকারের অধীনেও কোনও সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে শঙ্কা ও অস্থিরতা তৈরি হয়েছে। আমরা দেখছি, সরকার লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়।’

‎এসময় তিনি আরও দাবি করেন, একটি দলকে ক্ষমতায় আনতে ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

‎একটি দলের ফাঁদে পা দিয়ে সরকার সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে দিয়েছে উল্লেখ করে তাহের বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে জনগণ গণভোটে আগ্রহ হারাবে।’

‎গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন নয়-সহ দুটি প্রস্তাব পেশ করেন জামায়াতের নায়েবে আমির। এসময় তিনি জানান, ৮ দলের ৫ দফা দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি চলবে।

মন্তব্য (০)





image

‎‘একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা ...

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বল...

image

নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই...

নিউজ ডেস্ক : নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই...

image

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত, আসছে নতুন...

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এখনো এই সিদ্...

image

‎আওয়ামী লীগ মানুষ নয় পশু: শিবির সভাপতি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহ...

image

‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জা...

  • company_logo