ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিরতি কাটিয়ে আবারও বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, যার প্রভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দীর্ঘদিন ধরে বৃষ্টির বিরতি চলছে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে পরিস্থিতি পাল্টে যেতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হচ্ছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তবে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক দিয়ে কিছু উষ্ণ বায়ুর প্রবাহ শুরু হতে পারে। এর ফলে শীতের মাত্রা কিছুটা কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।
আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলে জানায় বিডব্লিউওটি।পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ডিসেম্বরেই নামবে প্রকৃত শীত।
অর্থাৎ, নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই; বরং মাসের শেষে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কার্যক্রমই হতে পারে আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য।
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূ...
নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া...
নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও (১৪ নভেম্বর) ঢা...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আজ জানিয়েছে, ব...
নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ...

মন্তব্য (০)