ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামে মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন মানুষ অংশ নেয়।
শোভাযাত্রাটি নিজ বাড়ি থেকে বের হয়ে বিএনএস বাজার প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
আলোচনা সভায় মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।
ব্রিগেডের খালেদরা উল্লাসের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে ক্ষমতায় আনতে চায়নি। তাদের বড় পরিকল্পনা ছিল জিয়াউর রহমানকে হত্যা করার। এই ষড়যন্ত্রের পেছনে অনেকেরই মদদ ছিল কিন্তু তার রুখে দিয়েছিল তৎকালীন সিপাহী জনতা। আমাদের সঠিক ইতিহাস জানতে হবে, বুঝতে হবে। নইলে আমরা যতই বলি যে, জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে চলবো, তা সম্ভব হবে না। দেশকে পিছিয়ে দেওয়ার জন্যই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর হলো দেশের ইতিহাসে জাতীয় ঐক্যের প্রতীক। সেদিন সিপাহি-জনতার ঐক্য বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভিত্তি গড়ে দেয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এদিন থেকেই বাংলাদেশে শুরু হয় বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন অধ্যায়।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফরিদপুর প্রতিনিধি : ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ে উৎসবমুখ...
দিনাজপুর প্রতিনিধি: হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে ...
বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন আয়োজনে যশোরের শার্শায় ঐতিহাসিক ...
ফরিদপুর প্রতিনিধি : ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনক...

মন্তব্য (০)