• লিড নিউজ
  • জাতীয়

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর’: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব এ সময় দাবি করে বলেন, সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসে। তাদের ওপর নানা ধরনের নিপীড়ন ও নির্যাতন চালানো হয়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।

শফিকুল আলম বলেন, গত ১৫ মাসে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু রাজনৈতিক সরকার আসলে সেটি টিকে থাকবে কি না সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। 

দেশে মিস ইনফরমেশন ছড়ালে সেটা মোকাবিলা করা খুবই কঠিন উল্লেখ করে তিনি বলেন, সেন্টমার্টিন দখল করে নিচ্ছে— এটা নিয়ে এক হাজার ভুয়া নিউজ ছড়িয়েছে। মাইলস্টোন নিয়েও গুজব ছড়িয়েছে। 

‘সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে প্রেস সচিব বলেন, আমাদের সক্ষমতা খুবই সীমিত। এই মাধ্যমে মিথ্যা খবর ধরার বা প্রতিহত করার প্রয়োজনীয় টুল ও ব্যবস্থা নেই। ফলে সূরা-কেরাত পড়েও অনেকে টিভিতে গিয়ে মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন। 

বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ় রাখতে হলে এসব ফেক নিউজকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। 

শফিকুল আলমের মতে, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র ...

নিউজ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংল...

image

‎জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী...

নিউজ ডেস্কঃ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্য...

image

‎সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাক...

নিউজ ডেস্কঃ টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ...

image

ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে: অ্যা...

নিউজ ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সর...

image

‎সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হা...

নিউজ ডেস্কঃ সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামি...

  • company_logo