ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : ঢাকার অন্যতম সেরা ইংরেজি মাধ্যম স্কুল এমরেল্ড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (EISD) আয়োজন করেছে STEM Week 2025 বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের এক প্রাণবন্ত উদযাপন।
মূল্যবোধ ভিত্তিক শিক্ষার অনন্য এই প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি পরিচালনার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও অধ্যবসায়ের মনোভাব বিকাশ করা — যাতে তারা আগামী দিনের উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. লাফিফা জামাল, অধ্যাপক, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মুনীর হাসান, আইসিটি অনুরাগী, লেখক এবং প্রধান সমন্বয়ক (ডিজিটাল ট্রান্সফরমেশন), দৈনিক প্রথম আলো এ. কে. এম. ফাহিম মাশরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা, Bdjobs.com এবং Ajkerdeal.com আরিফুল হাসান অপু, সভাপতি, Space Innovation Camp তাঁদের অনুপ্রেরণাদায়ক বক্তব্য ইআইএসডি শিক্ষার্থীদের কৌতূহল, জ্ঞানার্জনের আগ্রহ ও মানবতার কল্যাণে উদ্ভাবনের প্রতি উৎসাহিত করেছে।

“STEM Week এমন একটি পরিসর যেখানে কল্পনা ও উদ্ভাবন একে অপরের সাথে মিলিত হয়,” বলেছেন ইআইএসডির প্রধান উপদেষ্টা এম এম রনক।
ইআইএসডি একই সঙ্গে ঢাকার সেরা ইসলামিক স্কুল হিসেবেও স্বীকৃত।
আরও জানতে ভিজিট করুন eisdhaka.org
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ন...
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের স...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
নিউজ ডেস্কঃ সাভারে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ড্যাফোডিল ইন্...

মন্তব্য (০)