ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করাসহ নির্বাচনের দিন গণভোটের দাবি নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যাবে বিএনপি।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপেক্ষা করে ঐকমত্য কমিশন একতরফাভাবে জুলাই সনদ সরকারের কাছে পেশ করেছে। তাদের জমাকৃত জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জাতি তা মেনে নেয়নি।
মির্জা ফখরুল আরও বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের ধারাবাহিক আলোচনা ছিল ও অপচয়মূলক এবং জাতির সাথে প্রতারণা।
অপর এক জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটা সমাধানের জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে।
আগামী জাতীয় নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আপত্তি থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বল...
নিউজ ডেস্ক : জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য ...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক...
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বল...
নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন...

মন্তব্য (০)