ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের ডাকেশ্বরী গ্রামে শ্বশুরবাড়ীতে জামাইকে হত্যা করে ইদুর মারার বিষে আত্মহত্যা বলে ধামাচাপার চেষ্টা ব্যর্থ হয়েছে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআইয়ের তদন্তে নেপথ্য কারন উদঘাটনসহ জড়িত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। স্ত্রীর পরকীয়া প্রেমের কারনে তাকে জীবন দিতে হয়েছে বলে বেরিয়ে এসেছে পিবিআইয়ের তদন্তে বুধবার আলামত জব্দ করেছে ।
গ্রেপ্তার ৪জন হলো তার স্ত্রী পূজা রানী দাস (১৯), শ্বশুর নিপেন্দ্র নাথ রায় (৫০), শ্বাশুড়ী জোসনা রানী(৪৫) এবং শ্যালক দীপু রায় (২২)।
ওই হত্যাকান্ডের বিষয়ে বুধবার বিকালে গণমাধ্যমকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন দিনাজপুরে দ্বায়িত্বরত (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই এর অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ। এসময় উপস্থিত ছিলেন, মামলার তদন্ত কর্মকতা উপপরিদর্শক মেহেদী হাসানসহ অন্যান্যরা।
মাহফুজ্জামান আশরাফ জানান, পরিকল্পিত হত্যকান্ডের শিকার জামাই প্রাণদাস ঠাকুরগাঁও জেলার ভূল্লীর কেয়ারিগাও গ্রামের বাসিন্দা। সে দিনাজপুরে বীরগঞ্জের ডাকেশ্বরী গ্রামে নিপেন নাথ রায়ের মেয়ে পূজা রানীকে বিয়ে করেছিল। কিন্তু পরকীয়া প্রেমের কারনে স্ত্রী স্বামীর বাড়ীতে থাকতো না। স্ত্রীকে ঘরে নিতে হত্যাকান্ডের কয়েকদিন আগ থেকে শ্বশুরবাড়ীতে অবস্থান করছিল সে। গত ২৪ এপ্রিল আঘাত করে হত্যার আগে তাকে গাজার নেশায় বুদ করেছিল শ্যালক দীপু রায়। হত্যার ঘটনা ধামাচাপা দিতে ইদুর মারার বিষপানে জামাই আত্বহত্যার করেছে উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করেন শ্বাশুড়ী জোসনা রানী।
অন্যদিকে ছেলের আত্বহত্যার ঘটনা বিশ্বাসে নিতে পারেননি মা সারতী রানী। তদন্তের দাবিতে ৩১ জুলাই পিবিআইয়ের কাছে আবেদন জানান তিনি। ছায়া তদন্ত ময়না তদন্তের রিপোর্ট এবং আলামত পর্যালোচনা শেষে তার সদ্য বিধবা স্ত্রী, শ্বশুর, শ্বাশড়ী এবং শ্যালককে ২০ অক্টোবর গ্রেপ্তার করেন তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মেহেদী হাসান। শ্যালক এবং স্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হত্যাকান্ডের নেপথ্য কাহিনী। তাদের স্বীকারোক্তিমূলক জবাববন্ধী রেকর্ড করা হয়েছে আদালতে।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামা...
নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস রেল স্টেশনে ব...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাত...

মন্তব্য (০)