• বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হাসান মাসুদ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তাকে ভর্তি হতে হবে।

হাসান মাসুদ এখন ভর্তি আছেন মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ইউনিটে। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।’

হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। এই অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

 

মন্তব্য (০)





image

‘সালমান শাহ বেঁচে থাকলে বলিউডকে টেক্কা দিত ঢালিউড’

বিনোদন ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চি...

image

‎দারুণ একটা কাজ হোক, সেই প্রত্যাশা মেহজাবীনের

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজা...

image

কাল থেকে নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন

বিনোদন ডেস্ক: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অ...

image

তারা আমার মতো ইত্যাদিকেও ভালোবাসেন: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক : ইত্যাদির নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকাটাই...

image

‎কাদের প্রেমিকা ও স্ত্রী কোটার শিল্পী বলেছেন রুনা খান?

বিনোদন প্রতিবেদকঃ শোবিজে কোটা না মেধার জয়  বেশী তা নিয...

  • company_logo