• লিড নিউজ
  • রাজনীতি

সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির: হাসনাত

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যত বার্তমান নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

‎ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

‎হাসনাত বলেন, ‘মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।’

‎রিমোর্ট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য কোথাও থেকে রিমোর্টে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

‎কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, ‘সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার মতো বর্তমান কমিশনের কোনো যোগ্যতা নেই। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

‎প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি বলেন, ‘শাপলা নিয়ে নির্বাচন কমিশনের আইনি কোনো ব্যাখ্যা নেই। তাই শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’

‎গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি। পরবর্তীতে সে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি।

‎একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।

‎সবশেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে। রোববারের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। তবে কমিশন থেকে এমন কড়া বার্তা এলেও এখনো আগের অবস্থানেই অটল এনসিপি।

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

image

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে টাকা পাচার-লুটপাট হবে না: ফয়জ...

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার ও সরকারি টাকা...

image

পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ

নিউজ ডেস্ক : নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্...

image

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

নিউজ ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল...

image

ইসির আচরণ মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্কঃ ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের ম...

  • company_logo