• আন্তর্জাতিক

‎গাজার বেসামরিক জনগণের ওপর হামলার পরিকল্পনা করছে হামাস, দাবি যুক্তরাষ্ট্রের ‎

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

‎শনিবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে।

‎বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে এমন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে যা ইঙ্গিত দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে শিগগিরই হামলা পরিকল্পনা করছে।

‎এ ধরনের হামলা হলে ওয়াশিংটন একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। পররাষ্ট্র দফতর বলছে, গাজার ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন হবে এবং মধ্যস্থতা প্রচেষ্টায় অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতিকে ধ্বংস করবে।

‎গাজার সাধারণ মানুষদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জাানয়, হামাস হামলা চালালে গাজার সাধারণ মানুষদের জীবনের নিরাপত্তায় ও যুদ্ধবিরতির বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

‎বিবৃতিতে সেই ব্যবস্থাগুলো কী হবে তা বিস্তারিতভাবে বলা হয়নি, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে নাগরিক হত্যার বিষয় নিয়ে হামাসকে হুমকি দিয়েছিলেন।

‎এরআগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে  হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘হত্যা করতে বাধ্য হবেন’।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!

‎সম্প্রতি হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





  • company_logo