
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। বলি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল—দেবীপক্ষে সন্তানের আগমন বার্তা দিয়েছেন ভিক্যাট। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই বাবা-মা হবেন ভিকি-ক্যাটরিনা। আর নিজেদের এই খুশির সময়ে ব্যক্তিগত জীবনটা লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। তবে কৌশল পরিবারে উত্তেজনা চরমে।
বিশেষ করে ভিকির ভাই সানি কৌশল তো আনন্দে আত্মহারা। কারণ এবার থেকে তিনি আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য নন। তার চেয়েও ছোট কেউ আসছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আড্ডায় সানি প্রথমবারের মতো কাকা হওয়ার আনন্দ প্রকাশ করেছেন।
সানি কৌশল বলেন, এই প্রথমবার আমরা সবাই এ ধরনের আনন্দ অনুভব করছি। এ মুহূর্তে আমরা কেবল সেই দিনের জন্য অপেক্ষা করছি, যখন শিশুটি আসবে এবং আমরা শিশুটিকে পরিবারে স্বাগত জানাতে পারব। আমরা খুদের আগমনের জন্য একপ্রকার দমবন্ধ করেই অপেক্ষা করছি বলে জানান সানি কৌশল।
ভাইপো কিংবা ভাইঝির জন্য কেমন কাকা হতে চান সানি?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি নিশ্চিত করব যে, আমি একজন মজাদার কাকা হবো। আমি আমার ছোট্ট সোনাকে খুব প্যাম্পার করব।
গত মাসে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে সুখবর দিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। ক্যাটের বেবি বাম্প আগলে ধরেন ভিকি, সেই ছবির ক্যাপশনে লেখা— ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে।
উল্লেখ্য, ৪২ বছরে গর্ভধারণ করছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাই এটা হাই রিস্ক প্রেগন্যান্সি। ক্যাটরিনা এখন তার প্রেগন্যান্সির তৃতীয় ও শেষ পর্যায়ে রয়েছেন। ব্যক্তিগত জীবন গোপন রাখার জন্য পরিচিত এ দম্পতি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে পরিবারের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করছেন বলে জানা গেছে। ভিকিকে বিয়ের পর অভিনয় থেকে খানিক দূরেই আছেন ক্যাটরিনা কাইফ। পরিবারই তার প্রায়োরিটি। টাইগার ৩ এবং মেরি ক্রিসমাস ক্যাটরিনার দুটি মাত্র ছবি রিলিজ করেছে বিয়ের পর।
বিনোদন ডেস্ক : অভিনেতা ওমর সানী ঢালিউড সুপারস্টার হয়েও ক্যার...
বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি&rsqu...
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ছোটপর্দ...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী...
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রত...
মন্তব্য (০)