• অর্থনীতি

সেপ্টেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

‎এতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৯৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

‎দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকে সেপ্টেম্বর মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৪০ লাখ ১০ হাজার, ২৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার, ১৭ কোটি ৭২ লাখ ৫০ হাজার, ১৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার, ১৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার, ১২ কোটি ৯২ লাখ, ১২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ও ১২ কোটি ৪৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

‎গত সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৪ কোটি ৩৫ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। সেপ্টেম্বর মাসে বিভাগটিতে এসেছে ৭২ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স।

‎এছাড়া গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে ২১ কোটি ৮৫ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৫২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৮১ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ৭৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ২৮ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

‎সেপ্টেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।

‎এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

‎এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মন্তব্য (০)





image

এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের...

image

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ২৯ টাকা

নিউজ ডেস্ক : গ্রাহক পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়...

image

‎বাংলাদেশের সেপ্টেম্বর মাসের পিএমআই ৫৯.১ এ উন্নীত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছ...

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছর জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ...

image

বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে...

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ...

  • company_logo