• আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত ৪৯, আহত শতাধিক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। একইসঙ্গে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এ ছাড়া, এ ঘটনায় এখনও নিখোঁজ আছে ১৮ জন।

‎সোমবার (৬ অক্টোবর) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যানড রেসকিউ এজেন্সি (বাসারনাস)-এর এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির। 

‎দুর্যোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের অধিকাংশ সরানো সম্ভব হয়েছে এবং এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারানোদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র।

‎বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ভবনটির ৮০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে, স্কুলভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ফলে স্কুলচত্বর ও তার-সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুলভবন-সংলগ্ন ভবনটির।

‎স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে এর মূলভিত্তি বা ফাউন্ডেশন বাড়তি চাপ সহ্য করতে পারেনি, ফলে পুরো কাঠামো ধসে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।

‎দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়াজুড়ে প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল রয়েছে। দেশটির গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো জানিয়েছেন, এর মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন আছে মাত্র ৫০টির।

‎তবে, আল খোজিনি স্কুলের নির্মাণ অনুমতি (বিল্ডিং পারমিট) ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

‎উল্লেখ্য, রোববার দুপুরের দিকে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও তার সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্কুল এবং ভবন ধসের সময় সেখানে কয়েকশো ছাত্র ছিল।

মন্তব্য (০)





image

ভারতের যেকোনো আগ্রাসনে ‘বিধ্বংসী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি প...

নিউজ ডেস্ক : ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে ‘দ্রুত ও বিধ্বংস...

image

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর জানবেন ...

নিউজ ডেস্ক : আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘ক...

image

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরাইলের

নিউজ ডেস্কঃ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চ...

image

ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত আলোকচিত্রী শহিদুল আলম

নিউজ ডেস্কঃ দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম জানিয়...

image

এশিয়ায় নতুন বিক্ষোভের উসকানি দিচ্ছে বেকারত্ব

নিউজ ডেস্ক : ভালো চাকরি পেতে রীতিমতো লড়াই করছেন এশিয়ার তরুণরা। অনেকেই চা...

  • company_logo