• আন্তর্জাতিক

‎ট্রাম্পের ঘোষণা, পশ্চিম তীর দখল করতে দেবে না যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল পশ্চিম তীর দখল (অ্যানেক্স) করতে পারবে না—সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‎বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা ঘটবে না।’ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

‎প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হলো ওয়াশিংটনের অবস্থান। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন।

‎ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। অনেক হয়েছে। এখনই সময় এটা থামানোর,’ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

‎নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রাক্কালে ঘোষণা

‎ট্রাম্পের এই ঘোষণা আসে এমন সময়, যখন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য নিউইয়র্কে পৌঁছান। সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুই রাষ্ট্র সমাধানকে টিকিয়ে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পশ্চিমা দেশগুলো জানায়। ইসরাইল অবশ্য এসব স্বীকৃতির তীব্র সমালোচনা করেছে।

‎মার্কিন সতর্কবার্তা ও ইসরাইলের পরিকল্পনা

‎ইসরাইলি কর্মকর্তাদের বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে পশ্চিম তীর দখলের বিষয়ে ইসরাইলকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছে। তবে জেরুজালেম মনে করছে, আলোচনার এখানেই ইতি নয়। নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউস বৈঠকে এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

‎অভ্যন্তরীণ সংকটের শঙ্কা

‎ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার ফলে ইসরাইলের ডানপন্থি রাজনীতিবিদ ও বসতি স্থাপনপন্থি নেতাদের আশা ভঙ্গ হতে পারে। তারা মনে করেছিলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর এবার পশ্চিম তীর দখলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

‎বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইলের পক্ষে পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

‎এক শীর্ষস্থানীয় সংযুক্ত আরব আমিরাতি কর্মকর্তা সম্প্রতি দ্য টাইমস অব ইসরাইলকে বলেন, পশ্চিম তীর দখল হলে তা হবে এক ‘লাল রেখা,’ যা পরিস্থিতি বিপরীত মোড় নেবে।

‎নেতানিয়াহু সরকারের জন্য অস্থিরতা

‎ট্রাম্পের ঘোষণা নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকারের জন্য নতুন অস্থিরতা তৈরি করতে পারে। সরকারের জোটসঙ্গী কট্টর ডানপন্থি দলগুলো অ্যানেক্সেশনকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে।

‎এখন এই সম্ভাবনা শেষ হয়ে গেলে তারা সরকার ভেঙে দেওয়ার দিকে আরও ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য (০)





image

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে শাহবাজ শরিফ ও আসিম মুনিরের ...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা...

image

হাসিনাকে মোদির ‘বাংলাদেশি বোন’ বলে কটাক্ষ ওয়াইসির

নিউজ ডেস্ক : বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন...

image

‎গাজা যুদ্ধ বন্ধের আহ্বান বিশ্বনেতাদের

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল...

image

বিশ্বনেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা, ন...

নিউজ ডেস্ক :  জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ...

image

নেপালে জেনজি বিক্ষোভে কেমন ছিল সাংবাদিকদের ভূমিকা

নিউজ ডেস্ক : যখন তরুণ প্রতিবাদকারীরা তার সামন...

  • company_logo