
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে সাটুরিয়ার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে বালিয়াটি জমিদার বাড়ির সামনে সমাবেশ করে।
সমাবেশে সাটুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ বিএসসির সভাপতিত্বে ও সাটুরিয়া উপজেলা যুব বিভাগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইসহাক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য, জামায়াতের সাবেক জেলা আমির ও মানিকগঞ্জ ৩ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন। সমাবেশে আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আমির মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা মানবসম্পদ বিভাগ প্রধান মোসলেম উদ্দিন খান, উপজেলা সাধারন সম্পাদক মজিবর রহমান মাস্টারসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাতে হবে।
নিউজ ডেস্ক : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্ট...
নিউজ ডেস্ক : কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়...
দিনাজপুর প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জু...
নিউজ ডেস্কঃ নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে কেউ ক...
মন্তব্য (০)