• জাতীয়

কেমিকেল গোডাউনে বিস্ফোরণ দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত চিকিৎসার আশ্বাস মহাপরিচালকের

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি কেমিকেল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার মহাপরিচালক। 

তিনি জানান, কেমিকেল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক ওয়্যারহাউস অফিসারসহ চারজন গুরুতর দগ্ধ হন।  

তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ পুড়ে গেছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, জাতীয় বার্ন ইউনিটে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে।

তিনি আরও জানান, টঙ্গীতে ফায়ার সার্ভিসের একটি টিম এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে কী ধরনের কেমিকেল ছিল এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

মন্তব্য (০)





image

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদ...

নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইট...

image

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধা...

নিউজ ডেস্ক : দীর্ঘসময় বিমানযাত্রা শেষে নিউইয়র্কে অবতরণের পর বিশ্রাম না ন...

image

নিউইয়র্কে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দর...

image

জাতিসংঘের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে...

image

তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে...

  • company_logo