• আন্তর্জাতিক

যেভাবে বন্ধ হতে পারে গাজার গণহত্যা, জানালেন জেসিন্ডা আরডার্ন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, গাজা উপত্যকায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।  

আরডার্ন লিখেছেন, ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে সেই পথ সুগম হবে। পাশাপাশি যেকোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে আহত, অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। 

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আরডার্ন বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ—সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। তবে আমাদের শুরুটা গাজা থেকেই করা উচিত।

তিনি আরও বলেন, আমরা মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি। কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরত থাকতে হবে।

জেসিন্ডা আরডার্ন চার বছরের বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়। তিনি ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটে এখন পর্যন্ত অন্তত ৪৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ থেকে মালয়েশিয়া: যুক্তরাজ্য যেভাবে এশিয়ার কালো টা...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের সম্পত্তি বাজারের অর্থের উৎস ন...

image

ফিলিস্তিনকে এখনো স্বীকৃতি দেয়নি যেসব দেশ

নিউজ ডেস্ক : ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসং...

image

ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আরও ৬ দেশ

নিউজ ডেস্ক : ফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধা...

image

‎৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসং...

image

‎এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া...

  • company_logo