• লিড নিউজ
  • জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৬ বাংলাদেশি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অবৈধভাবে লিবিয়ায় গমন করে মানবপাচার, অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া ১৭৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (ত্রিপোলি, লিবিয়া) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএমের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন।

 

প্রত্যাবাসিত ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে পাড়ি জমানোর আশায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। সেখানে বিভিন্ন সময় তারা অপহরণ, অর্থ আদায়ের জন্য নির্যাতনসহ নানা অমানবিক পরিস্থিতির শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফেরত আসাদের উদ্দেশে বলেন, এই ভয়ংকর ও অনিশ্চিত পথ যেন আর কেউ বেছে না নেয়। তারা অনুরোধ করেন, বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশগমন থেকে বিরত থাকতে এবং মানবপাচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে।

আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত বাংলাদেশিকে নগদ ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে নিয়মিত কাজ করছে।

মন্তব্য (০)





image

‎সৌদি ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে যা বললেন আসি...

নিউজ ডেস্কঃ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আর...

image

‎প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্র...

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ...

image

‎রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, নিরাপত্তা নিয়ে কোনও ...

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকস...

image

‎জাতীয় নির্বাচন পরিচালনায় অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি: ...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানি...

image

ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালায় শেখ...

নিউজ ডেস্কঃ ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ ...

  • company_logo