• রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য যুগপৎ আন্দোলনের ঘোষণা দিলেন চরমোনাই পীর

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

‎জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। রেজাউল করীম বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটি অংশ মাত্র। কিন্তু, সংবিধান ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন না করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, যা দেশকে আবারও পুরোনো অশুভ চক্রে ফেলবে।

‎তিনি বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলো এখনো শোকে ভেঙে আছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো কষ্টে দিন কাটাচ্ছে। অথচ ফ্যাসিবাদে জড়িতদের বিচার কার্যক্রমে কোনো গতি নেই। ফ্যাসিবাদের দোসররা আবার রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এতে করে জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাচ্ছে।

‎চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দেবে না। জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম, সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেবে ইসলামী আন্দোলন।

‎এসময় তিনি ৩ দফা দাবি ঘোষণা করেন। সেগুলো হচ্ছে–

‎১. জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করা।

‎২. দ্রুত ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসন রোধ করা।

‎৩. পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, এ দাবিগুলো সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি ঘোষণা করবে।

মন্তব্য (০)





image

নতুন বাংলাদেশ হবে সাম্যের ও ন্যায়ের— গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনার...

image

‎দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম...

নিউজ ডেস্কঃ দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্য...

image

‎অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি ...

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন...

image

‎দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে: গয়েশ্বর

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্ত...

image

‎উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি ...

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ...

  • company_logo