• জাতীয়

‎ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে ফেসবুকে পোস্ট, সেই ওসি প্রত্যাহার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রত্যাহার করে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘২১, ১৭, ০৮’ লেখা একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। এই তিনটি সংখ্যা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর।
‎কার্ডের ক্যাপশনে ওসি লেখেন, 'মেধাবীদের জন্য শুভকামনা রইল।'

‎নির্বাচনে ব্যালট নম্বর ২১-এ ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বরে জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী তানভীর বারী হামিম এবং ৮ নম্বরে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে আছেন তানভির আল হাদী মায়েদ। এ তিনজনই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

‎ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

‎দায়িত্বশীল জায়গায় থেকে ওসির এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ তার নিজস্ব ফেসবুক আইডিতে  লিখেছেন, 'ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা করছেন। পুলিশের ওসি পদে থেকে কীভাবে একটি দলের পক্ষে ক্যাম্পেইন করতে পারেন?'

‎এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। অতীতেও তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন।'

‎এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দাবি করেন, তার ফেইসবুক আইডিটি হ্যাক হয়েছে। তার আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট দেয়ার ঘটনায় থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ওই জিডি করেন তিনি।

‎জিডি নোটে ওসি মোজাফফর হোসেন উল্লেখ করেন, 'আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছেন। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাকগ্রাউন্ডে শুভকামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষণিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছেন আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ডুকে উক্তরূপ দেখিতে পায়নি। আমি আমার সরকারি আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।'

মন্তব্য (০)





image

৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন, ভোটে লড়বে ৮ প্যানেল

নিউজ ডেস্ক : ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে...

image

বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক : বৃষ্টি কিছুটা বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার। তবে সামগ্রিক...

image

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে, নেপাল...

image

জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভা...

image

গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে:...

নিউজ ডেস্ক : গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, দখলদার ইসরাইলের নৃশংসতার জন্য জব...

  • company_logo