
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা রাজ রিপা সম্প্রতি নতুন সিনেমা ‘ময়না’ দিয়ে আলোচনায় এসেছেন। তবে ‘মুক্তি’ সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই তিনি পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন।
এই ঘটনার পর রাজ রিপাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট লিখেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি লেখেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।’
বর্ষা আরও লিখেছেন, ‘তোমার মত কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছে করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালোলাগে না।’
তার ভাষায়, ‘আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাক কে বল, তোমার মনে যেনো শান্তি পায়।’
পোস্টের শেষে বর্ষা লিখেছেন, ‘আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর অথবা ডিসেম্বরে মহরত হয়েছিলো। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন কে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।’
বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে একটি রেস্তোরাঁর কর্ণধার মাইক রি...
বিনোদন ডেস্ক : বলিউডের কুংফুখ্যাত অভিনেতা টাইগার শ্রফের সিনেমা 'বাগী...
বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির...
বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শামীম হা...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্...
মন্তব্য (০)