
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মাত্র একটি নম্বরের জন্য ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের পাওয়ারবল জ্যাকপট হাতছাড়া করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক ব্যক্তি। তবুও তিনি ঘরে তুলেছেন মোটা অঙ্কের পুরস্কার।
লটারি কর্মকর্তাদের মতে, ওই ব্যক্তি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার লটারির কার্যালয়ে তার পুরস্কার সংগ্রহ করেন। ট্যাক্স কেটে নেওয়ার পর তার হাতে এসেছে ১,০৭,৬২৬ ডলার।
শ্রমিক দিবসে জ্যাকপট বিজয়ী না থাকায় পাওয়ারবলের শীর্ষ পুরস্কার বেড়ে দাঁড়িয়েছে বিশাল ১.৩ বিলিয়ন ডলারে।
নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ জানায়, এডওয়ার্ড অ্যালেন নামের ওই ব্যক্তি মাত্র ৩ ডলারের একটি পাওয়ারবল টিকিট কেনেন মনরোর একটি গ্যাস স্টেশনের দোকান থেকে। তার টিকিটে ৩০ আগস্টের ড্র-তে পাঁচটি সাদা বলের মধ্যে চারটির সঙ্গে একটি লাল পাওয়ারবল মিলেছিল। এতে তিনি জিতেছিলেন ৫০,০০০ ডলার।
তবে সৌভাগ্যক্রমে তিনি একটি পাওয়ার প্লে টিকিট কিনেছিলেন, ফলে মাল্টিপ্লায়ারের কারণে তার জেতা অর্থ তিনগুণ বেড়ে ১,৫০,০০০ ডলারে দাঁড়ায়।
লটারি কর্মকর্তারা জানান, কর কেটে নেওয়ার পর অ্যালেনের হাতে এসেছে ১,০৭,৬২৬ ডলার।
এদিকে শ্রমিক দিবসে জ্যাকপট বিজয়ী না থাকায় বর্তমানে পাওয়ারবল জ্যাকপট বেড়ে হয়েছে প্রায় ১.৩ বিলিয়ন ডলার, যার নগদ মূল্য প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার। এটি পাওয়ারবল ইতিহাসের পঞ্চম বৃহত্তম জ্যাকপট।
পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়।
নর্থ ক্যারোলিনার লটারি কর্মকর্তাদের মতে, জ্যাকপট জেতার সম্ভাবনা প্রায় ১ থেকে ২৯২ মিলিয়ন—যা ২ থেকে ৩ ডলারের টিকিটকে অনেকের কাছে সার্থক মনে করাতে পারে।
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু প...
নিউজ ডেস্কঃ গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরা...
নিউজ ডেস্কঃ গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শনিবার সকাল...
আন্তর্জাতিক ডেস্কঃ শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্...
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প...
মন্তব্য (০)