
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিংঅ্যাপ মামলায় নাম জড়ালো তার। অবৈধ অনলাইন বেটিংঅ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে অভিনেতা জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। সেই সূত্রে এবার তাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা— এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ বিষয়ে অভিনেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, বেআইনি বেটিংঅ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী। এর মধ্যে রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডাসহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরা? এর আগে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি এ ঘটনায়। পূজার আগেই এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে।
ওই অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ— এই বেআইনি বেটিংঅ্যাপগুলো অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিনোদন প্রতিবেদক: দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের গায়িক...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্...
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্র জগতে এ...
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ...
মন্তব্য (০)