
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি গোলজার হোসেন (২৫) ও সবুজ মিয়া (২১) ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার বাসিন্দা এবং রাসেল মিয়া (২৩) বুড়ির চর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি জানায়, বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি'র ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
ঝিনাইদহ প্রতিনিধিঃ বাজার তদারকিমূলক অভিযান ২৭-০৮-২০২৫, ...
রংপুর ব্যুরো : রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে ম...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রন...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে বিভিন্ন সময়ে ...
মন্তব্য (০)