
ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইমাম-খতিব ও অধ্যক্ষদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের দারুচ্ছুন্নাত এতিমখানা মাঠে এ মত বিনিয়য় সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে প্রায় তিন শতাধীক স্থানীয় মসজিদ, মাদ্রাাসা ও এতিমখানার ইমাম-খতিব ও অধ্যক্ষ অংশগ্রহণ করেন।
সভায় ইমাম-খতিব ও অধ্যক্ষরা কালীগঞ্জের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেন।
সভায় ধর্মীয় নেতার উদ্দেশ্যে একেএম ফজলুল হক মিলন বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান শুধু নামাজ বা পাঠদানের জায়গা নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহি, বিএনপি নেতা হুমায়ুুন কবির মাস্টার, সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খালেকুজ্জামান বাবলু, খায়রুল আহসান মিন্টু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ফের ফেয়ার প...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফ...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ...
রংপুর ব্যুরোঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সেজে...
নিউজ ডেস্কঃ যশোর শহরের পৌরপার্ক থেকে তুলে নিয়ে দুই যুবককে হত...
মন্তব্য (০)