• শিক্ষা

গণঅভ্যুত্থানে শহীদ-আহত মাদরাসা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ

  • শিক্ষা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত মাদরাসা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

‎রোববার (১৭ আগস্ট) অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

‎এতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন মাদরাসাগুলো থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ (গেজেট সংযুক্ত) ও আহত জুলাই যোদ্ধাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এজন্য শহীদ ও আহত শিক্ষার্থীর নাম, পিতার নাম, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা, সংশ্লিষ্ট মাদরাসার নাম, মাদরাসা প্রধানের নাম ও মোবাইল নম্বর ইত্যাদি তথ্য নির্ধারিত ই-মেইল ([email protected]) ঠিকানায় আগামী ২০ আগস্টের মধ্যে প্রেরণ করতে হবে।

‎এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১২ আগস্টের এক স্মারকের আলোকে দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওই নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসাসহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদ ও আহত শিক্ষার্থীদের ছবি ও তথ্যসহ সর্বোচ্চ দুই পাতার একটি প্রবন্ধ প্রস্তুত করে আগামী ২০ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

‎প্রতিষ্ঠানের প্রধান একটি কমিটি গঠন করে প্রবন্ধটি লিখে সম্পাদনা করবেন। হার্ডকপি পাঠানোর পাশাপাশি সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইল করতে হবে [email protected] ঠিকানায়।

‎একইসঙ্গে প্রবন্ধের সঙ্গে প্রমাণ হিসেবে প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট বা অন্যান্য নথি যুক্ত করতে হবে। ই-মেইলে এসব প্রমাণের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষক এবং প্রবন্ধ-সংশ্লিষ্ট কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

মন্তব্য (০)





image

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মে অথবা জুন...

image

বাকৃবির সোহরাওয়ার্দী হলে তিন দিনব্যাপী ‘ফিনিক্স কার্নিভা...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি...

image

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রো...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্...

image

‎ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো...

নিউজ ডেস্কঃ এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জান...

image

একাদশে ভর্তি কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

নিউজ ডেস্ক : দেশের ৩৭৮টি কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ...

  • company_logo