
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই সনদপরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয়, বরং এর আইনি ভিত্তি এই সরকারকে দিতে হবে।’ আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ হিসাবে হতে হবে। উচ্চকক্ষে সব দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চের মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশরাফুল হাসান তপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
এছাড়া উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মুঞ্জুর মোরশেদ, জেলা সাধারণ সম্পাদক রাজিউর ইসলাম তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান ওবায়দুল্লাহ, জিহাদ হোসেন লিটনসহ জেলা ও উপজেলা নেতারা।
ভিপি নুর বলেন, ‘আমরা যে নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐকমত্যের সংহতিতে এখন দখলবাজি, চাঁদাবাজি ও বিভাজন দেখা দিয়েছে। এতে ফ্যাসিবাদের সুযোগ তৈরি হবে এবং সময়মতো নির্বাচন নাও হতে পারে।
সরকারের প্রতি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা ও সার্বজনীন স্বাস্থ্য বীমা চালু করা, জেলাপর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে কমিশন গঠন, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন এবং নিরাপদ-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদ্যোগ নিতে হবে।
রংপুর ব্যুরো : বাংলাদে...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কে...
নিউজ ডেস্কঃ শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী ভা...
নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্ক...
নিউজ ডেস্ক : স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথ...
মন্তব্য (০)