
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটন এলাকা সাদা পাথর ভয়াবহ লুটপাটের কারণে প্রায় পাথরশূন্য হয়ে পড়েছে। সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে ধলাই নদ দিয়ে বিপুল পাথর আসে, যা প্রকাশ্যে নৌকায় করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিন শত শত নৌকা পাথর ও বালু লুটে নিচ্ছে, এমনকি নদীর তীর খুঁড়েও উত্তোলন চলছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত এ এলাকা এখন প্রায় বিরাণভূমি। প্রশাসনের চোখের সামনেই বর্ডার গার্ড বাংলাদেশের ফাঁড়ি পেরিয়ে জিরো পয়েন্ট দিয়ে দিনদুপুরে পাথর পাচার হচ্ছে। স্থানীয়দের দাবি, মাত্র দুই সপ্তাহে শত কোটি টাকার পাথর লুট হয়েছে।
সোমবার (১১ আগস্ট) লুট ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
জানা যায়, ২০১৭ সালে পাহাড়ি ঢলে জমে থাকা পাথর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয় এবং পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্যটক কমে যাওয়ার সুযোগে মব-স্টাইলে লুটপাট চলছে। ভয় বা অন্যান্য কারণে পুলিশও অনেক সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
পুলিশ ও প্রশাসন জানিয়েছে, লুট রোধে ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স অভিযান চালাচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনার জানিয়েছেন, পর্যটন এলাকায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে বিজিবি ও পুলিশের সমন্বয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে। প্রতিবারই ঢলের তোড়ে স্তরে স্তরে পাথর ও বালু নামে। এবার দফায় দফায় ঢলের পর শুধু বালু দেখা গেছে। বালুর স্তর সরিয়ে পাথর লুটপাট হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, দুই সপ্তাহে অন্তত শতকোটি টাকার পাথর লুট হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় জানিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, সাদা পাথর লুটের ঘটনার খবর পেলেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্কফোর্সের টিম অভিযান চালায়। আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করছি। এর বাইরে কী আর করার আছে।
লুট ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সাদা পাথর পর্যটন স্পট খুঁড়ে পাথর উত্তোলনের ভিডিওটি আমি দেখেছি। পর্যটন স্পটে এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি টিম সেখানে পাঠিয়েছি পরিদর্শনের জন্য। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমরা পুলিশ, বিজিবির সমন্বয়ে অভিযান করার সিদ্ধান্ত নিয়েছি।
ময়মনসিংহ প্রতিনিধি: মুদির দোকানে মাত্র ৩৫০ টাকা বাকির জেরে ম...
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র&nbs...
নিউজ ডেস্কঃ দেশের শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস ভূমি। এটা কিন্তু ...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২৫ বছরের যুবক ও দুই সন্তানের...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে নিখোঁ...
মন্তব্য (০)