• রাজনীতি

জাপায় ভাঙন কাদেরবিরোধীদের কাউন্সিলে চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জি এম কাদেরবিরোধীদের ডাকা কাউন্সিলে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব, মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান ও কাজী ফিরোজ রশীদ জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান হয়েছেন।

শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে জাপার দশম কাউন্সিলে তারা নির্বাচিত হন। তবে জি এম কাদেরের জাপা এ পুরো আয়োজনকেই ‘অবৈধ’ বলছে। তাঁর নিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সমকালকে বলেন, ২০২৪ সালের মার্চে রওশন এরশাদের অনুসারীরা জাপার দশম কাউন্সিল করেছিলেন। সেটা যেমন টেকেনি, বহিষ্কৃত নেতাদের কাউন্সিলও টিকবে না।

গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাপায় কয়েক মাস ধরেই নেতৃত্ব বিরোধ চলছে। জাপা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা– এ অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগ আমলের এমপি, মন্ত্রী, নেতারা জি এম কাদেরকে সরাতে তৎপর হন। কাদের দলের কাউন্সিল ডেকেও তা স্থগিত করেন সভাস্থল ভাড়া না পাওয়ার অজুহাতে। আনিসুল, হাওলাদার, চুন্নুসহ ১০ জনকে বহিষ্কার করেন। 

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বহিষ্কৃত নেতাদের মামলায় জাপার চেয়ারম্যান পদে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শামীম হায়দার বলেন, আদালত বহিষ্কার আদেশ স্থগিত করেননি। ফলে যারা কাউন্সিল করার দাবি করছেন, তাদের এখতিয়ারই নেই। যা করেছে, সবই অবৈধ।

মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সভা আহ্বান করি। ৪১ সদস্যের ২১ জন অংশ নেন। তারাই আনিসুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। তিনি চেয়ারম্যানের ক্ষমতাবলে কাউন্সিল আহ্বান করেছেন। পুরো প্রক্রিয়াই বৈধ।

মুজিবুল হক বলেন, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকরা কাউন্সিলর হিসেবে এসেছেন। তাদের ভোটে নির্বাচিত হয়েছি।

জি এম কাদেরবিরোধীদের গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির জানান, সারাদেশ থেকে দুই হাজার কাউন্সিলর এসেছেন। প্রধান অতিথি ছিলেন ১৯৯৮ সালে জাপা ভেঙে জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর গঠিত সরকারে মন্ত্রিত্ব করা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়ন করতে পারবে না। লাগবে নির্বাচিত সংসদ। রুহুল আমিন হাওলাদার বলেন, জাতির সামনে বিকল্প নেতৃত্ব হতে চাই।

চুন্নু বলেন, আওয়ামী লীগ আমলে নির্বাচনে অংশ নিয়ে জাপা অপরাধ করেনি। কিন্তু দলের কর্মকাণ্ডে ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাই। কাউন্সিলে বক্তব্য দেন রওশনের জাপায় চলে যাওয়া কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাও। 

 

মন্তব্য (০)





image

‎দেশে রেস্টুরেন্টের লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে: আমীর ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির...

image

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি: নুর

নিউজ ডেস্ক : দেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্...

image

বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে: ফয়জু...

নিউজ ডেস্ক : শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে ...

image

শিবিরের ‘মানুষ তৈরির প্রজেক্ট’ ও রাজনীতি নিয়ে যা বললেন সভ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘মানুষ তৈরির...

image

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল

নিউজ ডেস্কঃ নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এন...

  • company_logo