• রাজনীতি

পিআরবিহীন উচ্চকক্ষ হবে বেকার পুনর্বাসনের কেন্দ্র: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল ‘বেকার পুনর্বাসনের কেন্দ্র’ হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে ‘জাতীয় শ্রমিক কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে ‘বেকার পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে কেবল সংসদ-সদস্য বাড়িয়ে রাষ্ট্রের ওপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুরভিসন্ধি হবে।’

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে এটি কার্যকর হবে না।’ 

সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল, যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালোটাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার কাক্সিক্ষত মান তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের প্রত্যাশাও পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে।’ 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে খেলাফত মজলিসের আমির বলেন, ‘দায়িত্ব নিয়েছেন যখন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ছাড়া আপনার মুক্তির উপায় নেই। শাপলার রক্তকে স্বীকৃতি, বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় ষড়যন্ত্রকে ঘোষণায় অন্তর্ভুক্ত করে সেটিকে আইনি ভিত্তি দিতে হবে।’

খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক মুফতি শরাফত হোসাইনের সভাপতিত্বে কনভেনশন উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

সংগঠনের সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান ও উচ্চতর পরিষদ সদস্য আজিজুর রহমান হেলালের যৌথ সঞ্চালনায় কনভেনশনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুহাম্মদ ফয়সাল প্রমুখ।

 

মন্তব্য (০)





image

মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

নিউজ ডেস্ক : দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বি...

image

এবার ইসলামী আন্দোলনকে ‘খোঁচা’ দিয়ে যা বললেন দুদু

নিউজ ডেস্ক : এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চে...

image

৬ বছর পর ড্যাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক : দীর্ঘ ছয় বছর পর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসো...

image

মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য করা হয়েছে: সালাহউদ্দিন

নিউজ ডেস্কঃ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়ে...

image

নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে: তার...

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন...

  • company_logo