
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে শহীদ পরিবার চাইলে রায়েরবাজারে গণকবর দেওয়া ১১৪ মরদেহের পোস্টমর্টেম করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ অগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে বলেও তিনি জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।
এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্কঃ প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্র...
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দ...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জু...
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় মানবতা...
মন্তব্য (০)