• অর্থনীতি

১০ লাখ টাকার বেশি সঞ্চয়ে লাগবে আয়কর রিটার্ন

  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা এবং আগে খোলা সমপরিমাণ অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। 

একই সঙ্গে ১০ লাখ টাকার বেশি সরকারি খাতের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি আমানতের হিসাব খুলতে ও আগের হিসাব চালু রাখতে এ বিধান কার্যকর হবে।

এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংক, সঞ্চয় অধিদপ্তরের সব ব্যুরো অফিস ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে পাঠানো হয়েছে। এর আলোকে সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্দেশনা জারি করে তাদের শাখা অফিসগুলোতে পাঠিয়েছে।

 এই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সূত্র জানায়, গত ২ জুন সরকারের আর্থিক প্রস্তাববিষয়ক কিছু আইন পরিবর্তন একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে ওই বিধান করা হয়েছে।

ফলে এখন থেকে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ডাকঘর সঞ্চয় ব্যাংকে কোনো গ্রাহক ১০ লাখ টাকার বেশি নতুন মেয়াদি আমানতের হিসাব খুলতে গেলে তাকে আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। 

পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার বেশি যেসব মেয়াদি আমানতের হিসাব ইতোমধ্যে খোলা হয়েছে সেগুলো সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে সরকারি খাতের সঞ্চয়পত্র ১০ লাখ টাকার বেশি কিনতে গেলেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।

অর্থাৎ এখন থেকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা, আগে খোলা একই অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে এবং ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে গেলে টিআইএন নাম্বার থাকতে হবে। এর পাশাপাশি ওই নাম্বারের বিপরীতে আয়কর রিটার্ন দাখিলও করতে হবে।

 

মন্তব্য (০)





image

‎পোশাক শিল্প রক্ষাই ছিল আমাদের প্রধান অগ্রাধিকার: উপদেষ্ট...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার মূল উদ্...

image

ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন : ফয়েজ ...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়...

image

একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা

নিউজ ডেস্ক : একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে বদল...

image

২০ শতাংশ শুল্ক আরোপ, পোশাক খাতের ওপর নির্ভরশীলদের জন্য সু...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়ানো দেশের পোশাক খাত ও এ খাতের...

image

জুলাইয়ে রেমিট্যান্সে রেকর্ড, ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৩০ দিনে দেশে এসেছে ২৩৬ কোটি ৮০ ...

  • company_logo