• জাতীয়

জুলাই অভ্যুত্থানে হতাহতদের মামলাগুলোর অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণ–অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারগুলোর করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদিও বিষয়টি সরাসরি আমার নয়, তারপরও বলব, জুলাই গণ–অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর বিচার কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। কয়েকটি মামলায় চার্জশিটও দেওয়া হয়েছে। তবে তদন্তে কিছু জটিলতা ছিল, বিশেষ করে আসামির সংখ্যা নিয়ে। কোনো ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে নির্দোষ অনেকেই মামলায় জড়িয়ে গেছেন। ফলে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে সব মামলার চার্জশিট সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার পুনর্বাসনের জন্য প্রস্তাবিত ‘‘৩৬ জুলাই’’ আবাসন প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। একনেকের সদস্য হিসেবে আমরা প্রকল্পটি অনুমোদন করিনি। এতে বিভিন্ন অসংগতি ধরা পড়েছে। তাই প্রকল্পটি পুনরায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটনাবলি তুলে ধরা হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই শহীদেরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি।’

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।

মন্তব্য (০)





image

‎ফিরে দেখা জুলাই: সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন...

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের ২ আগস্ট (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র...

image

‎দেশের চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্কঃ দেশের চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলো...

image

রাজধানীর গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘ...

image

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস

নিউজ ডেস্ক : মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছে...

image

ফের বেড়েছে চালের দাম

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ফের ঊর্ধ্বমুখী চালের বাজার। জুলাই মা...

  • company_logo