• আন্তর্জাতিক

পশ্চিমাদের ‘আকৃষ্ট করতে’ প্রথমবারের মতো হামাসের নিন্দা করবে আরব দেশগুলো

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  আরব দেশগুলো প্রথমবারের মতো ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের নিন্দা করবে। সেই সঙ্গে আগামী সপ্তাহের শুরুতে নিউইয়র্কে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের একটি অনুষ্ঠানে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে। এই পদক্ষেপের লক্ষ্য আরও ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য 'আকৃষ্ট করা'।

রোববার (২৭ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফরাসি সাপ্তাহিক লে জার্নাল ডু ডিমানচে-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এসব কথা জানিয়েছেন।তিনি বলেন, এই পদক্ষেপ ফ্রান্স এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘ পরিকল্পিত উদ্যোগের অংশ।

ব্যারোট বলেন, 'প্রথমবারের মতো আরব দেশগুলো হামাসের নিন্দা করবে এবং তাদের নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে, যা তাদের চূড়ান্ত বিচ্ছিন্নতাকে সিলমোহর করবে। ইউরোপীয় দেশগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তাদের অভিপ্রায় নিশ্চিত করবে। অর্ধেক ইউরোপীয় দেশ তা করেছে, বাকিরা এটি বিবেচনা করছে।'

তিনি আরও বলেন, 'ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি করার ইচ্ছা প্রকাশ করেছেন। জার্মানি পরবর্তী পর্যায়ে এটি বিবেচনা করছে। আমরা নিউইয়র্কে একটি আবেদন শুরু করব, যাতে অন্যান্য দেশগুলো আমাদের সঙ্গে যোগ দিতে পারে এবং আরও উচ্চাকাঙ্ক্ষী প্রক্রিয়াটি শুরু করা যায়, যা ২১ সেপ্টেম্বর শেষ হবে।'

এর আগে গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেন, ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবার ও মঙ্গলবার আসন্ন জাতিসংঘের অনুষ্ঠানে ফ্রান্স ও সৌদি আরব একটি প্রস্তাবিত যুদ্ধোত্তর রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে, যা নিরাপত্তা, পুনর্গঠন এবং শাসনব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে এগিয়ে নেবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচিত আব্রাহাম চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ফরাসি মন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহগুলোতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবে এবং পশ্চিম তীরে যে কোনো নতুন বসতি প্রকল্প নির্মাণ বন্ধ করার ও মানবিক সহায়তা বিতরণে সামরিকীকরণের পুলিশিং বন্ধের দাবি জানাবে।

ব্যারোট অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর থেকে আর্থিক অবরোধ প্রত্যাহারের দাবি করার আহ্বান জানান। তিনি বলেন, 'তাদের পাওনা রয়েছে।'

 

 

মন্তব্য (০)





image

গাজায় মানবিক সহায়তা আটকে দিয়ে ‘হত্যার নকশা’ তৈরি করছে ইসর...

নিউজ ডেস্কঃ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দি...

image

মালয়েশিয়ার মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত ‎

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ...

image

গাজায় খাদ্য সংগ্রহের সময় ২ দিনে নিহত ১০০ জনের বেশি: জাতিসংঘ

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম খ...

image

‘অস্তিত্ব সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছ...

image

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির

নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হার...

  • company_logo