• লিড নিউজ
  • জাতীয়

যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি একটা কথা বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায় আর যে অপরাধ করেনি তাকে যেন গ্রেপ্তার না করা হয়।  

আজ রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গোপালগঞ্জে ধীরে ধীরে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি অনেক টেলিভিশনে দেখলাম স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। কারফিউ তো এই কারণে উঠিয়ে দেওয়া হয়েছে। ১৪৪ ধারাও আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে।

আরেক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়...আগে যখন আমরাও (রাজনীতি) করেছি, তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কেনা।’

তিনি বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছেন, আগে কী পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতি রয়েছে। তারা ফিডব্যাক দিয়েছেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি সেটি আপনারা বলতে পারবেন।’

মন্তব্য (০)





image

যদি কখনও জেলে যাই, উঁচু কমোড আমি কি পাব: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বল...

image

নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে সরকার: সৈয়দা রিজওয়ানা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ...

image

আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদ...

image

গোপালগঞ্জে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ...

image

সমাবেশ শুরুর আগেই জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরুর আগেই রাজধানীর ঐতিহাস...

  • company_logo