
ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, একদল যাবে এবং আরেকদল এসে দখল করবে, বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবেনা।
শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট হকটাওয়ার চত্বরে আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ভিপি নুর আরো বলেন, রাজধানীর মিটফোর্ডে যেই ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোন ছাত্র জনতা খুন করেনাই। তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী। সে ভেবেছে দুয়েকটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছিল।
নুর আরো বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাড়িয়ে শেখ হাসিনার মত প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোন দৈত্য দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে। চাঁদাবাজ দখলবাজ দূর্নীতি দুঃশ্বাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশষে আমাদের রুখে দাড়াতে হবে। অন্যথায় জুলাইয়ের অভ্যত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান। বিশেষ অথিতি ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক, আবু হানিফ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আনিসুল রহমান মুন্না, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কামনুর নাহার ডলি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি (আসন১৪) মনজুর মুরশেদ, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুদল রহমান,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য প্রাইম কাদের (চকরিয়া পেকুয়া), চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো:দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো:আরজু, সাতকানিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহির উদ্দিন নাবিল, ও সাধারণ সম্পাদক আবু বক্কর, সাতকানিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা সংগঠক ছাত্র যুব ও শ্রমিক গণ অধিকার পরিষদ মো: আলমগীর, সহ সাতকানিয়া,লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার নেতাকর্মী'রা।
পাবনা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ব...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ...
লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...
রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...
মন্তব্য (০)