• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

আমরাই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি: ট্যামি ব্রুস

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাফ জানিয়েছেন, ‘আমরাই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।’

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ওয়াশিংটনে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বক্তব্য সঠিক নয়। মিশ্রি ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই তা কার্যকর হয়েছে।

এ বিষয়ে ট্যামি ব্রুস বলেন, ‘সবাই নিজস্ব মত প্রকাশ করতে পারে, তবে এই বিষয়ে ভারতের অবস্থান ভুল। আলোচনার মাধ্যমে আমরা যে ভূমিকা রেখেছি, তা স্পষ্ট ও কার্যকর।’

তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই এই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্রুস বলেন, ‘ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই মধ্যস্থতার পথে এগিয়েছে এবং এর ফলও এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য নানা পদক্ষেপ নিয়েছেন, তার কার্যক্রম স্বচ্ছ ও সবার কাছে পরিষ্কার।’

তিনি স্মরণ করিয়ে দেন, মার্কো রুবিও একাধিকবার বলেছেন, ‘এই যুদ্ধবিরতিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে। ব্রুস বলেন, ‘হামাসকে বাদ দিয়ে ভবিষ্যতের প্রশাসন গঠনের লক্ষ্যেই এই প্রচেষ্টা।’

এছাড়াও আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যকার বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টায় সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী...

image

নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান ট্রাম্পের নাম মনোন...

অনলাইন ডেস্কঃ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, নো...

image

ইস্যুর পরও যে কারনে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া মানেই আর কোনো ঝামেলা নেই- বিষয়টি এম...

image

কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসায় ক্যারোলিন লিভিট

অনলাইন ডেস্কঃহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দো-প্রশান্ত মহ...

image

ইরান ইউরেনিয়াম যেখানে লুকিয়েছে সেখানেই হামলা হবে: ক্যারোল...

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়...

  • company_logo