• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তির সম্ভাবনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ২১ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে—এমন আশায় জাগছে আন্তর্জাতিক মহলে। এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। একই সময়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা চলছে।

ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহেই একটি যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির চুক্তি স্বাক্ষর হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নেতানিয়াহুর সঙ্গে এই সংঘাত বন্ধ করার বিষয়ে খুব কঠোরভাবে কথা বলেছি। আমার বিশ্বাস, এবার আমরা একটি চুক্তি করতে পারব।’

নেতানিয়াহুও আশা প্রকাশ করে বলেন, ‘আমরা যে আলোচনার কথা বলেছি, সেটি বাস্তবায়নে কাজ করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে বলেই আমার বিশ্বাস।’

চুক্তির খসড়া ও প্রধান বাধাগুলো

যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত নতুন চুক্তির কাঠামো অনুযায়ী, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হবে এবং ধাপে ধাপে ২৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে—এর মধ্যে ১০ জন জীবিত এবং ১৮ জনের মরদেহ। বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে এবং মানবিক সহায়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে।

চুক্তির আওতায় প্রথম দিনই আট জীবিত জিম্মিকে ফেরত দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরের কিছু এলাকা থেকে সরে আসবে। সাত দিনের মাথায় সেনা প্রত্যাহার হবে দক্ষিণ থেকেও। ১০তম দিনে হামাস জানাবে কতজন জিম্মি জীবিত এবং তাদের শারীরিক অবস্থা কেমন। এ সময় ইসরায়েল জানাবে তাদের হাতে আটক ২ হাজারের বেশি গাজাবাসীর অবস্থান, যাদের অধিকাংশই চার্জ বা বিচার ছাড়াই বন্দি রয়েছে।

মানবিক সহায়তা এবং রাফাহ সীমান্ত

তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মানবিক সহায়তার নিয়ন্ত্রণ। হামাস দাবি করছে, মার্কিন ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) বন্ধ করে জাতিসংঘের অধীনেই আবার ত্রাণ বিতরণ চালু করতে হবে। তারা রাফাহ সীমান্ত এবং সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে।

নেতানিয়াহুর দপ্তর বলছে, হামাসের প্রস্তাবিত পরিবর্তনগুলো “গ্রহণযোগ্য নয়” এবং প্রধানমন্ত্রী বারবার বলেছেন, হামাসকে নিরস্ত্র করতে হবে—যা এখনো কোনো আলোচনায় হামাস মানতে রাজি হয়নি।

ইসরায়েলের অভ্যন্তরীণ চাপ ও সমর্থন

তবে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরতির পক্ষে জনমত জোরালো হচ্ছে। সম্প্রতি গাজায় অন্তত ২০ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ায় সমালোচনা বেড়েছে। একটি জনমত জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ইসরায়েলি নাগরিক যুদ্ধবিরতির চুক্তিকে সমর্থন করছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির গত সপ্তাহে জানান, যুদ্ধের লক্ষ্য পূরণের পথে রয়েছে তারা। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে—জিম্মিদের ফিরিয়ে আনতে চুক্তিতে যাবে, না গাজায় সামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে।

গাজার মানবিক বিপর্যয়

গাজায় প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। শিশুদের মধ্যে অপুষ্টি চরম পর্যায়ে পৌঁছেছে। জ্বালানির অভাবে চার মাস ধরে কার্যত বন্ধ রয়েছে হাসপাতাল, পানি সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।

এক গাজাবাসী, নাবিল আবু দাইয়া বলেন, “আমি শুধু যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চাই। ৬০ দিন পর যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে এর কোনো মানে নেই।”

জিম্মি পরিবারের ক্ষোভ ও আন্দোলন

গত শনিবার তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়। জিম্মি পরিবারের সদস্যরা সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করার দাবি জানান। জেরুজালেমে এক সমাবেশে ইলাই ডেভিড বলেন, “এটাই জীবন রক্ষার সময়। এটাই সব জিম্মিকে ফিরিয়ে আনার সময়—একজনও বাদ যাবে না।”

ভবিষ্যতের সংকেত

নেতানিয়াহুর এটি ট্রাম্পের সঙ্গে তৃতীয় বৈঠক হলেও, এবারই প্রথম তাঁরা বৈঠকে বসছেন ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার পর। সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের পর বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও মজবুত হয়েছে এবং তিনি এবার চুক্তির ব্যাপারে তুলনামূলক বেশি স্বাধীন।

ট্রাম্পের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুর দিকে—ইসরায়েল-সিরিয়া সীমান্ত আলোচনা, ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিককরণ এবং ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনা।

মন্তব্য (০)





image

এবার ইরানের হাতে চীনের ভয়ংকর ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্কঃ চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষে...

image

এবার পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ জুলাই)...

image

এবার ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার...

image

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন ডোনাল্...

আন্তর্জাতিক ডেস্কঃ তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে...

image

নিজের হত্যাচেষ্টা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেনঃ মাসউদ প...

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের প্র...

  • company_logo